বেরাইদ, কাঁঠালদিয়া, পাঁচখোলা, মগারদিয়া, দাসেরকান্দি, ফকিরখালী, নাওড়াসহ অত্র জনপদের অনগ্রসর নারী জনগোষ্ঠীকে শিক্ষার আলোয় আলোকিত করার মানসে এ অঞ্চলের বিশিষ্ট রাজনীতিবিদ, দানবীর, শিক্ষানুরাগী, শিল্পপতি এবং জনমানুষের প্রাণপ্রিয় নেতা আলহাজ এ কে এম রহমতুল্লাহ এম.পি. ১৯৯৫ সালে তাঁর মহিয়সী মা রওশন আরা বেগমের নামানুসারে রওশন আরা বালিকা উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। শৈশবে প্রতিষ্ঠাতা মহোদয় প্রত্যক্ষ করেছেন অত্র অঞ্চলের একমাত্র মাধ্যমিক বিদ্যালয় বেরাইদ মুসলিম হাই স্কুলে নারী শিক্ষার্থী নেই বললেই চলে। এ পরিস্থিতি তাঁকে ভীষণভাবে ব্যথিত করে। পরবর্তীকালে তিনি ১৯৯৫ সালে তাঁর নিজ গ্রাম বেরাইদে তিনি অত্র বিদ্যালয় এবং নিজ নামে এ কে এম রহমতুল্লাহ কলেজ প্রতিষ্ঠা করেন। তাঁর এ উদ্যোগের ফলে এই জনপদে নারী শিক্ষার ক্ষেত্রে নবজাগরণ সৃষ্টি হয়। বর্তমানে রওশন আরা বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রায় সহস্রাধিক ছাত্রী অধ্যয়ন করছে। প্রতি বছর অত্র বিদ্যালয় থেকে প্রায় দুইশত ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। বোর্ড পরীক্ষায় সাফল্য ঈর্ষণীয়। এই সময়ে অত্র অঞ্চলের ঘরে-ঘরে পুরুষের পাশাপাশি প্রায় সম পরিমান উচ্চ শিক্ষত কর্মজীবি নারীদের অবস্থান লক্ষ্য করা যায়। এই জনপদ এখন আর নারী শিক্ষায় কোনোভাবেই পিছিয়ে নেই।