অভিভাবকের প্রতি অনুরোধ
১। নিয়মিত ডায়েরি পরীক্ষা করুন, যাতে আপনার কন্যার/ পোষ্যের উন্নয়ন/ অবনমন বুঝতে পারেন।
২। আপনার আপনার কন্যাকে/ পোষ্যেকে যথাযথ এবং পরিস্কার ইউনিফর্ম পরিধান করিয়ে বিদ্যালয়ে পাঠান।
৩। আপনার কন্যার/ পোষ্যের সাথে খাবার এবং বিশুদ্ধ পানি পাঠান।
৪। শিক্ষক-অভিভাবক সভায় উপস্থিত থাকুন।
৫। ছাত্রীদের উপস্থিতিতে/সম্মুখে শিক্ষকবৃন্দ বা বিদ্যালয়ের সমালোচনা/ নিন্দা করবেন না। কোন অভিযোগ থাকলে সরাসরি শ্রেণি শিক্ষক/ সহকারী প্রধান শিক্ষক/ প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করুন।
৬। আপনার কন্যার/ পোষ্যের উন্নতি নিশ্চিতকল্পে শিক্ষকবৃন্দ এবং ব্যবস্থাপনার সাথে নিবিড় ও আন্তরিক সম্পর্ক বজায় রাখুন। আমি আন্তরিকভাবে আশা করব আপনার প্রিয় কন্যাকে/ পোষ্যেকে যথাযথ শিক্ষা প্রদান করতে আপনার/আপনাদের সহযোগিতার হাত প্রসারিত করবেন এবং আপনার/আপনাদের আদরের সন্তানের ব্যক্তিত্ব অর্জনের লক্ষে সর্বদা সচেষ্ট থাকবেন।