“শিক্ষা নিয়ে গড়ব দেশ লাল সবুজের বাংলাদেশ”
Call Us at: 8801309107821
প্রতিষ্ঠাতা মহোদয়ের বাণী
ফরাসী বীর সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, আমাকে একজন শিক্ষিত মা দাও; আমি একটি শিক্ষিত জাতি দেব। তাঁর এ বক্তব্যে জাতি গঠনে নারী পুরুষের সম গুরুত্বের বিষয়টি সুস্পষ্টভাবে প্রতিভাত হয়েছে। আমিও দৃঢ়ভাবে বিশ্বাস করি পরিবার, সমাজ, এবং রাষ্ট্র বিনির্মাণে নারী পুরুষের গুরুত্ব সমান। আমি শৈশবে দেখেছি, এ অঞ্চলের কিশোরিরা শিক্ষালয়ে যায়না। শিক্ষার্জন কেবল ছেলেদের মধ্যে সীমাবদ্ধ। এ প্রক্রিয়ায় একটা সমাজ বেশিদূর অগ্রসর হতে পারেনা। আমি সবসময় নারী শিক্ষার অগ্রগতির জন্য কাজ করার কথা ভেবেছি। সে কারণে ১৯৯৫ সালে আমার মরহুমা মায়ের নামে রওশন আরা বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি। এ বিদ্যালয়ে বর্তমানে সহস্রাধিক ছাত্রী অধ্যয়ন করছে। একদল সুদক্ষ, অভিজ্ঞ এবং উদ্যমী শিক্ষক এখানে পাঠদান করছেন। এ বিদ্যালয়ে নবম-দশম শ্রেণিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায় শিক্ষা কার্যক্রম চলমান আছে। প্রতিষ্ঠালগ্ন থেকে পাবলিক পরীক্ষায় এ বিদ্যালয়ের পাসের হার প্রায় শতভাগ। মেয়েদের উচ্চ শিক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে আমি এ জনপদে কলেজ প্রতিষ্ঠা করেছি। ধর্মীয় শিক্ষার প্রসার ঘটানোর জন্য সিনিয়র মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি। আমি সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণব্যয় সহ অদ্যাবধি যাবতীয় শিক্ষা ব্যয় বহন করে চলছি। আমার স্বপ্ন মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে গুণগত শিক্ষা নিশ্চিত করা, বিজ্ঞান মনস্ক জাতি গঠনে ভূমিকা রাখা এবং স্মার্ট ও বিশ্বজনীন সৃজনশীল প্রজন্ম তৈরিতে অবদান রাখা। আমার এ মহতী প্রয়াসে সকলের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করছি।
আল্লাহ আমাদের সহায় হবেন।
ROWSHAN ARA GIRLS' HIGH SCHOOL
8801309107821