“শিক্ষা নিয়ে গড়ব দেশ লাল সবুজের বাংলাদেশ”
Call Us at: 8801309107821
সভাপতি মহোদয়ের বাণী
আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তিজ্ঞানে সমৃদ্ধ একটি সুশিক্ষিত জাতি গঠন অপরিহার্য। এই প্রয়োজনের কথা মাথায় রেখে অফুরন্ত সম্ভাবনাময় তরুণ নারী জনগোষ্ঠীকে সঠিক পথের নির্দেশনা দিতে জাতির যোগ্য উত্তরাধিকার সৃষ্টির লক্ষ্যে আমার শ্রদ্ধেয় পিতা রীর মুক্তিযোদ্ধা আলহাজ এ কে এম রহমতুল্লাহ এম.পি. ১৯৯৫ সালে ‘‘রওশন আরা বালিকা উচ্চ বিদ্যালয়টি’’ প্রতিষ্ঠা করেন। ইতোমধ্যে এ বিদ্যালয় কৃতিত্ব, গৌরব ও সাফল্যের ঊনত্রিশটি বছর অতিক্রম করেছে। জেএসসি ও এসএসসি পরীক্ষায় এ বিদ্যালয়ের সাফল্য ঈর্ষণীয়। এক সময় এ জনপদের নারী শিক্ষার চিত্র ছিল অত্যন্ত হতাশাজনক। নারী-পুরুষ নির্বিশেষে আলোকিত মানুষ ছাড়া সমৃদ্ধ পরিবার, সমাজ তথা রাষ্ট্র বিনির্মাণ অসম্ভব। অর্থ যাতে শিক্ষা গ্রহণের পথে বাঁধা হতে না পারে, সেজন্য প্রতিষ্ঠালগ্ন থেকে এ বিদ্যালয়টি অবৈতনিক বিদ্যালয় হিসেবে পরিচালিত হয়ে আসছে। আমি ২০২২ সালের ১ আগস্ট অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বভার গ্রহণ করি। এ বিদ্যালয়ের ছাত্রীরা যাতে গুণগত মানের শিক্ষা লাভ করতে পারে, তারা যাতে নিজেদের জিপিএ নির্ভর শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের জিডিপিতে তাদের অর্জিত দক্ষতার প্রতিফলন ঘটাতে পারে, জাতির সামনে আলোকবর্তিকা হয়ে উঠতে পারে, শৃঙ্খলা, সততা ও সুদৃঢ় নৈতিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে দেশ ও জাতির নেতৃত্ব গ্রহণ করতে পারে, সর্বোপরি ইতিবাচক দৃষ্টিভঙ্গি অর্জন ও বাস্তবায়নের মধ্য দিয়ে মানুষকে অনুপ্রাণিত করতে পারে, সে লক্ষ্যে এ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমি অত্র বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য অর্জনে সকলের সহযোগিতা কামনা করছি।
আল্লাহ হাফেজ
ROWSHAN ARA GIRLS' HIGH SCHOOL
8801309107821