“শিক্ষা নিয়ে গড়ব দেশ লাল সবুজের বাংলাদেশ”
Call Us at: 8801309107821
প্রধান শিক্ষকের বাণী
"বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর,
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।,,
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এ অমোঘ বাণীর মধ্যেই নিহীত আছে সর্বত্র পুরুষের পাশাপাশি নারীর অংশগ্রহণের অনস্বীকার্যতা। ঢাকা মহানগরীর উপকন্ঠে অবস্থিত বেরাইদ, পাঁচখোলা, মাগারদিয়া, ফকিরখালী, কাঁঠালদিয়া অঞ্চল একসময় পশ্চাদপদ ছিল। এই অনগ্রসর জনপদের সামগ্রিক উন্নয়নের কথা মাথায় রেখে অত্র এলাকার বিশিষ্ট শিল্পপতি, রাজনীতিবিদ, শিক্ষানুরাগী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ এ কে এম রহমতুল্লাহ এম.পি. ব্যাপক কর্ম পরিকল্পনা গ্রহণ করেন। তাঁর পরিকল্পনার মধ্যে শিক্ষা বিস্তার ছিল অগ্রগণ্য। মহান এই কর্মবীর উপলদ্ধি করেছিলেন যে নারীদের পেছনে রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিশেষত এ অঞ্চলের নারীদের শিক্ষার সুযোগ ছিল ভীষণভাবে সংকুচিত। তাই তিনি নারী শিক্ষার জাগরণের লক্ষ্যে তাঁর মহীয়সী মায়ের নামে প্রতিষ্ঠা করেন রওশন আরা বালিকা উচ্চ বিদ্যালয়। শিক্ষার পাশাপাশি এ বিদ্যালয় ছাত্রীদের মধ্যে মানবিক মূল্যবোধ, কৃষ্টি, ঐতিহ্য, মুক্তিযুদ্ধের চেতনা, নৈতিকতা ও দেশপ্রেম জাগ্রত করার লক্ষ্যে শিক্ষকবৃন্দের তত্ত্বাবধানে খেলাধুলা সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করছে। ছাত্রীদের সু-স্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে টিকাদান সহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব বৈশিষ্ট্যের কারণে বিদ্যালয়টি শিক্ষিত ও সুধী সমাজের আস্থা অর্জন করেছে।
সর্বোপরি, একবিংশ শতাব্দীর দ্রুত পরিবর্তনশীল বিশ্ব পটভূমির সঙ্গে শিক্ষার্থীদের অভিযোজনের লক্ষ্যে এবং আধুনিক কুসংস্কারমুক্ত শিক্ষিত নারী সমাজ সৃষ্টির প্রত্যয়ে আবর্তিত হচ্ছে অত্র বিদ্যালয়ের সকল কার্যক্রম। রওশন আরা বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে নিরন্তর শুভেচ্ছা।
ROWSHAN ARA GIRLS' HIGH SCHOOL
8801309107821